Overview
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের জন্য সঠিক প্রস্তুতি ও প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। বাংলা, ইংরেজি এবং ICT বিষয়ের উপর বিশেষভাবে প্রস্তুতকৃত মডেল টেস্ট গুলো এই গুরুত্বপূর্ণ প্রস্তুতিকে আরও দৃঢ় করবে। বিগত বছরের প্রশ্নপত্রের ধরণ ও বর্তমান পরীক্ষার চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই মডেল টেস্ট গুলো। এতে করে পরীক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং প্রস্তুতির ঘাটতিগুলো সহজেই চিহ্নিত করতে পারবে।
এই অনলাইন মডেল টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের নিজস্ব দক্ষতা যাচাই করতে পারবে এবং প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে বুঝতে পারবে কোন কোন বিষয়ে তাদের আরও মনোযোগ প্রয়োজন। এর পাশাপাশি, প্রতিটি মডেল টেস্টেই গুরুত্ব সহকারে বাছাইকৃত গুরুত্বপূর্ণ টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনশাআল্লাহ, এই মডেল টেস্ট গুলো থেকে পরীক্ষার্থীরা হুবহু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে যা তাদের প্রস্তুতিতে আত্মবিশ্বাস যোগাবে।
মূল বৈশিষ্ট্যসমূহঃ
- বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণের ভিত্তিতে নির্মিত মডেল টেস্ট।
- প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান।
- প্রস্তুতির ঘাটতি নির্ধারণে সহায়তা।
- বাংলা, ইংরেজি এবং ICT বিষয়ের ওপর বিশেষভাবে ফোকাস।
এই অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির সার্বিক মূল্যায়ন করতে সক্ষম হবে।
Course Features
- Lectures 0
- Quizzes 2
- Duration 60 hours
- Skill level All levels
- Language English
- Students 28
- Assessments Yes